ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আমন্ত্রণে দি‌ল্লি যাচ্ছেন খলিলুর রহমান

শুক্রবার,

১৪ নভেম্বর ২০২৫,

৩০ কার্তিক ১৪৩২

শুক্রবার,

১৪ নভেম্বর ২০২৫,

৩০ কার্তিক ১৪৩২

Radio Today News

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আমন্ত্রণে দি‌ল্লি যাচ্ছেন খলিলুর রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩৬, ১৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১৫:৩৭, ১৪ নভেম্বর ২০২৫

Google News
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আমন্ত্রণে দি‌ল্লি যাচ্ছেন খলিলুর রহমান

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে নিরাপত্তা সংক্রান্ত আঞ্চলিক এক সংলাপে অংশ নিতে আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। আগামী ১৯–২০ নভেম্বর অনুষ্ঠিত হবে এ আঞ্চলিক বৈঠক।

আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রেস উইং জানায়, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই আঞ্চলিক সহযোগিতাকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন আঞ্চলিক প্ল্যাটফর্মে সক্রিয় কূটনীতি পরিচালনা করছে। চলতি বছরের এপ্রিলে বিমসটেক’র চেয়ার নির্বাচিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পাশাপাশি, দক্ষিণ এশীয় সহযোগিতা জোরদারে সার্ক পুনরুজ্জীবনের উদ্যোগেও কাজ করছেন তিনি।

সম্প্রতি ড. খলিলুর রহমান চীন-ভারত মহাসাগর অঞ্চল ফোরামের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, যা অনুষ্ঠিত হয়েছিল চীনের কুনমিং শহরে। জানা গেছে, দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভে তার উপস্থিতি সরকারের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের