নভেম্বরে উৎপাদনের নতুন রেকর্ড গড়েছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

মঙ্গলবার,

০২ ডিসেম্বর ২০২৫,

১৮ অগ্রাহায়ণ ১৪৩২

মঙ্গলবার,

০২ ডিসেম্বর ২০২৫,

১৮ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

নভেম্বরে উৎপাদনের নতুন রেকর্ড গড়েছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫৩, ২ ডিসেম্বর ২০২৫

Google News
নভেম্বরে উৎপাদনের নতুন রেকর্ড গড়েছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (এমএসটিপিপি) গত নভেম্বর মাসে ৭শ’ মিলিয়ন ইউনিট (এমইউ) বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে।

এটি বাংলাদেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে সর্বোচ্চ মাসিক উৎপাদন। এই ঐতিহাসিক অর্জন এমএসটিপিপির অসাধারণ কার্যকারিতা ও নিরবচ্ছিন্ন সক্ষমতার প্রতীক। 

সোমবার বিআইএফপিসিএল-এর দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, পুরো মাসে এমএসটিপিপি জাতীয় গ্রিডে ধারাবাহিকভাবে বিদ্যুৎ সরবরাহ করেছে, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ দশমিক ৫ শতাংশ। এর ফলে এটি দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

এই মাইলফলক বিদ্যুৎকেন্দ্রটির উন্নত শিল্প সক্ষমতা, দক্ষ কয়লা ও সম্পদ ব্যবস্থাপনা, এবং সুচিন্তিত আর্থিক ও কার্যক্রম পরিকল্পনারও প্রতিফলন।

বিবৃতিতে আরও বলা হয়, এমএসটিপিপি নিয়মিতভাবে ৬০০ মিলিয়ন ইউনিটের বেশি বা দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৮ শতাংশ সরবরাহ করে আসছে।

অবিচল কর্মদক্ষতা ও নির্ভরযোগ্যতার মাধ্যমে এমএসটিপিপি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার প্রধান স্তম্ভ হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা দেশের শিল্প, গৃহস্থালি ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শক্তিশালী করছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের