তারেক রহমানের নিরাপত্তায় যা যা দরকার সরকার দিতে প্রস্তুত

মঙ্গলবার,

০২ ডিসেম্বর ২০২৫,

১৮ অগ্রাহায়ণ ১৪৩২

মঙ্গলবার,

০২ ডিসেম্বর ২০২৫,

১৮ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

তারেক রহমানের নিরাপত্তায় যা যা দরকার সরকার দিতে প্রস্তুত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৯, ২ ডিসেম্বর ২০২৫

Google News
তারেক রহমানের নিরাপত্তায় যা যা দরকার সরকার দিতে প্রস্তুত

তারেক রহমানের নিরাপত্তায় বিশেষ যা যা দরকার সরকার তা দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এ বিষয়টি নিয়ে এখানে (কোর কমিটি) কোনো আলোচনা হয়নি। বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই।’

তারেক রহমানকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি প্রস্তুতি রয়েছে? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা সবার জন্যই প্রস্তুত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্যই প্রস্তুত আছে, বিশেষভাবে যাদের জন্য দরকার..., যাদের জন্য স্পেশাল যেটা দেয়া দরকার- এটার জন্য আমরা প্রস্তুত আছি।’

তিনি বলেন, ‌‌‘নির্বাচনের সময় ঝুঁকিপূর্ণ আসন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজন বিবেচনায় বডি অন ক্যামেরা কেনা হবে। নির্বাচনের সময় সীমান্ত দিয়ে যেন কোন কিছু প্রবেশ করে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কতা থাকার নির্দেশ দেয়া হয়েছে।’

এছাড়া বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বের সাথে বিবেচনায় নিয়েছে বলেও জানান উপদেষ্টা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের