বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

করোনাভাইরাস

৫৪ দিন পর দেশে সর্বোচ্চ ৮৫ জনের মৃত্যু, শনাক্ত সাড়ে ৫ হাজার ছাড়াল 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৩, ২৪ জুন ২০২১

আপডেট: ০১:৪৩, ২৪ জুন ২০২১

Google News
৫৪ দিন পর দেশে সর্বোচ্চ ৮৫ জনের মৃত্যু, শনাক্ত সাড়ে ৫ হাজার ছাড়াল 

ছবি: রেডিও টুডে

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে, যা গত ৫৪ দিনের মধ্যে সর্বোচ্চ। এতে দেশে করোনায় আক্রান্ত হয়ে দেশের মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৭৮৭ জনে। পাশাপাশি একই সময়ে আরও ৫ হাজার ৭২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জনে। 

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৯ এপ্রিল ৮৮ জনের মৃত্যু হয়েছিল। এরপর করোনায় আজই সর্বোচ্চ মৃত্যুর খবর এল। জানা গেছে, মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৯ শতাংশ। একই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ২৭ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ।

দেশে এই পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৬৪ লাখ পাঁচ হাজার ৭৫টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে আট লাখ ৬৬ হাজার ৮৭৭ জনের করোনা শনাক্ত হয়ে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ১৬৮ জনসহ মোট সাত লাখ ৯১ হাজার ৫৫৩ জন কোভিড রোগী সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় এ সুস্থতার হার ৯১ দশমিক ৩১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮৫ জনের মধ্যে ৫৫ জন পুরুষ ও ৩০ জন নারী। তাদের মধ্যে ৭৪ জন হাসপাতালে (সরকারীতে ৬৫ জন, বেসরকারীতে নয়জন) ও ১০ জন বাড়িতে মারা যান। এছাড়াও মৃত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত নয় হাজার ৮৬৫ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭১ দশমিক ৫৫ শতাংশ এবং তিন হাজার ৯২২ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৮ দশমিক ৪৫ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃতবরণকারী ৮৫ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব ১০ জন, চল্লিশোর্ধ্ব ১১ জন, পঞ্চাশোর্ধ্ব ১৮ জন এবং ষাটোর্ধ্ব ৪৬ জন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে নয়জন, রাজশাহী বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে একজন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে তিনজন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের