বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

জাতীয় পরিচয়পত্রের মূল কাজ আগারগাঁওয়েই থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৭, ২৪ জুন ২০২১

আপডেট: ২৩:১৮, ২৪ জুন ২০২১

Google News
জাতীয় পরিচয়পত্রের মূল কাজ আগারগাঁওয়েই থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কাজ আগারগাঁওয়ে থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুধু তদারকি করা হবে। বৃহস্পতিবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।

এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে এলে অধিদফতর করা হবে কি না এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, এনআইডির মূল কাজ ওইদিকেই (আগারগাঁও) থাকবে। এখান থেকে মনিটরিং করা হবে। তিনি বলেন, এনআইডি নিয়ে অনেকে অনেক বিতর্ক করছে। এটা তো হলো এমন এক জিনিস ব্যাংক অ্যাকাউন্ট খুলতেও এনআইডি লাগে, মোবাইলের সিম কিনতে বা তুলতে লাগে, শনাক্ত করতে এনআইডি লাগে।

এ কার্যক্রম কবে নাগাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবে? এই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা তো অন্য প্রসঙ্গ। এনআইডি ইস্যুতে মাত্র সরকারিভাবে সিদ্ধান্ত হয়েছে। এটা লম্বা সময় লাগবে। আমাদের মন্ত্রণালয় একটা ব্যবস্থার মাধ্যমে কাজ শুরু করবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের