শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

পদ্মা পাড়ি দিয়ে এখনো রাজধানীতে ফিরছেন অনেকে

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৯, ২৫ জুলাই ২০২১

আপডেট: ২৩:১৪, ২৫ জুলাই ২০২১

Google News
পদ্মা পাড়ি দিয়ে এখনো রাজধানীতে ফিরছেন অনেকে

আজকেও ফেরিতে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ঠাঁসাঠাসি করেই ফেরিতে পদ্মা পার হয়ে রাজধানীতে আসছেন অনেকে।  

রোববার সকাল সোয়া ৮টার দিকে শিমুলিয়া ঘাটে দেখা যায় 'ফেরি কদম' ভিড়তেই হুড়মুড় নামছেন রাজধানী ফেরা অসংখ্য যাত্রী। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সচল ছয়টির ফেরির একই অবস্থা। অ্যাম্বুলেন্স এবং পণ্যবাহী ট্রাকের সাথে এসেছেন তারা। 

ঘাটে আসার পর রাজধানীর ফিরতে মোটরসাইকেল, কার, মাইক্রো ও ব্যাটারী চালিত অটোরিকশায় অতিরিক্ত ভাড়ায় ভেঙে ভেঙে যাওয়ার চেষ্টা করেন তারা। অনেকে আবার পায়ে হেটেই রওনা হয়েছেন। ঘর থেকে বের হওয়ার নানা অজুহাত তাদের।

বিআইডব্লিউটিসির ফেরি কদমের কোয়াটার মাস্টার মো. আক্তারুজ্জামানকে নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পারাপার সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর দায় চাপান।

লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউসার হামিদ বলেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করে যাচ্ছে। ফেরিতে বিধিনিষেধ উপেক্ষার বিষয়টি বিআইডব্লিউটিসিরই দেখার কথা। বিধিনিষেধ উপেক্ষা করেই ঢাকার ফিরছেন অগনিত মানুষ।

রেডিওটুডে নিউজ/ইকে/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের