শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

বঙ্গবন্ধুর হত্যার কুশীলবদের খুঁজে বের করা হবে: পররাষ্ট্র মন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৩৯, ১৫ আগস্ট ২০২২

Google News
বঙ্গবন্ধুর হত্যার কুশীলবদের খুঁজে বের করা হবে: পররাষ্ট্র মন্ত্রী

দেশের বাইরে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যার কুশীলবদেরও খুঁজে বের করা হবে। এ ছাড়া দেশের মধ্যে যারা মীরজাফর আছে তাদেরও শাস্তির আওতায় আনা হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই একটি কুচক্রী মহল তাকে হত্যা করে। এখনো দেশের কিছু মানুষ উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র করছে, এগুলো মোকাবিলা করতে হবে।

নানা রকমের জেল-জুলুম ও অত্যাচার সহ্য করেও বঙ্গবন্ধু পিছপা হননি উল্লেখ করে অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শিতার কারণেই বাংলাদেশে স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে।

ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে আবার পরাধীন করতে চেয়েছিল। বক্তারা আরো বলেন, এখনো যাদের বিচার হয়নি, দ্রুত সময়ের মধ্যে তাদের বিচারের আওতায় আনতে হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের