শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

বিএনপির আন্দোলনের ঘোষণায় ১৩ বছর, মানুষ বাঁচে কয় বছরঃ সেতুমন্ত্রী

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ২১:৪২, ২৯ সেপ্টেম্বর ২০২২

Google News
বিএনপির আন্দোলনের ঘোষণায় ১৩ বছর, মানুষ বাঁচে কয় বছরঃ সেতুমন্ত্রী

বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির আন্দোলনের হুমকির বিষয়ে বলেছেন, দেখতে দেখতে ১৩ বছর হয়ে গেলেও আন্দোলনের খবর নেই বিএনপির। আওয়ামী লীগ আন্দোলনের হাঁকডাকে ভীত নয়।

শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত 'নবজাতকদের জন্য বঙ্গবন্ধু কন্যার শুভেচ্ছা স্মারক প্রদান' অনুষ্ঠানে তিনি এমন হুঁশিয়ারি দেন।

সেতুমন্ত্রী বলেছেন, 'কত গণআন্দোলন যে করলেন, ঘন ঘন বললেন গণআন্দোলন করবেন। দেখতে দেখতে ১৩ বছর চলে গেল। ১৩ বছর চলে গেল, রোজার ঈদ, কোরবানির ঈদ, পরীক্ষার পর, বর্ষার পর৷ এই পরপর তেরো বছরে কতবার যে আন্দোলনের ডাক! দেখতে দেখতে ১৩ বছর, আন্দোলন হবে কোন বছর? দেখতে দেখতে ১৩ বছর, আর মানুষ বাঁচে কয় বছর?'

বিএনপির দেয়া আন্দোলনের হুমকিতে আওয়ামী লীগ ভীত নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 'বিএনপির আন্দোলনের এই হাঁকডাকে আওয়ামী লীগ ভীত এমন চিন্তা কি করে করেন? আপনারা আগে মাঠে আসেন।’

দলীয় কর্মসূচি পালনে আবারও লাঠি নিয়ে এলে বিএনপির খবর আছে এমন হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘লাঠি নিয়ে এলে খবর আছে। জাতীয় পতাকার সঙ্গে লাঠি, এটা মেনে নেবে না জনগণ। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করা হলে এটা আমরা কখনোই মেনে নেব না।'

রাজপথের আন্দোলনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 'আমি আবারও বলছি, আমরা প্রস্তুত আছি। আওয়ামী লীগ সতর্ক অবস্থায় আছে, সক্রিয় আছে। সতর্ক অবস্থায়, সংযমী হয়ে আমরা থাকব। রাজপথে ছিলাম, রাজপথে আন্দোলন করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। সেই আন্দোলনের ভয় আওয়ামী লীগকে দেখাবেন না৷'

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, 'ফখরুল সাহেব, তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামিয়ে ফেলেন। সোজা পথে আসুন, নির্বাচনে আসুন। পৃথিবীর অন্য সব গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও নির্বাচন হবে। সরকার নিজেদের রুটিন দায়িত্ব পালন করবে। মূল দায়িত্ব তো নির্বাচন কমিশনের। সরকারের আইন প্রয়োগকারী সংস্থাও নির্বাচন কমিশনের অধীনেই থাকবে। নির্বাচনের সময় দুনিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশে একটা রুটিন সরকার থাকে। সরকার না থাকলে কার হাতে দেবো দেশ, আপনাদের হাতে দেব?

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের