বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

গুজব রটানোর চেষ্টা করলে কঠিন বিচারের সম্মুখীন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৬:২৯, ২ অক্টোবর ২০২২

আপডেট: ০৬:২৯, ২ অক্টোবর ২০২২

Google News
গুজব রটানোর চেষ্টা করলে কঠিন বিচারের সম্মুখীন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যারা গুজব রটানোর চেষ্টা করবে তাদের কঠিন বিচারের সম্মুখীন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  শনিবার সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গোৎসব পরিদর্শন এসে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতবারের মতো ঘটনা যাতে না ঘটে সে জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে নিম্নে ৬ জন করে আনসার নিরাপত্তার জন্যে দেয়া হয়েছে।

তিনি বলেন, ঝুঁকি এড়াতে নির্দেশনা মোতাবেক প্রতিটা পূজা মণ্ডপ সিসি টিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এসময়, সবাইকে গুজবে কান না দেয়ার আহ্বানও জানান তিনি।

এদিকে, শনিবার (০১ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সব বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পূজার আনন্দে মেতে উঠতে দেখা গেছে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষকে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের