শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

কাতার বিশ্বকাপ-২০২২

প্রথমার্ধের খেলায় গোলশূন্য ব্রাজিল-সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:১৯, ২৯ নভেম্বর ২০২২

Google News
প্রথমার্ধের খেলায় গোলশূন্য ব্রাজিল-সুইজারল্যান্ড

সংগৃহিত ছবি

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের ২য় ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও সুইজারল্যান্ড। ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণের চলে খেলা। ম্যাচের ১২তম মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিলেন রিচার্লিসন। তবে বলের নিয়ন্ত্রণ রাখতে না পেরে গোল করতে পারেননি তিনি।

এরপর অবশ্য বেশ কিছু আক্রমণ করেছিল ব্রাজিল। সুযোগ আসে ম্যাচের ২৬ মিনিটের সময়। দুর্দান্ত এক বল বাড়িয়ে দিয়েছিলেন রাফিনহা, তবে গোলকিপারকে একা পেয়েও তা কাজে লাগাতে পারেননি ভিনিসিয়ার জুনিয়র। 

এরপর ম্যাচের সময় যত গরিয়েছে ততো আধিপত্য দেখিয়েছে ব্রাজিল, যদিও গোলের দেখা পায়নি তারা। যদিও ৩৮ মিনিটে একটি সুযোগ পেয়েছিল সুইজারল্যান্ড। তাদের হতাশ করে ব্রাজিলের ডিফেন্স।

এরপর বিরতির আগে আরও একবার আক্রমণে গেলেও বাধা পেরোতে পারেনি ব্রাজিলের আক্রমণভাগ। নেইমারের অভাব বেশ ভাল ভোগাচ্ছে সেলেসাওদের।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের