বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

Radio Today News

বগুড়া-৬ উপনির্বাচন: চার দশক পর নৌকার প্রার্থী জয়ী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৪:৫৭, ২ ফেব্রুয়ারি ২০২৩

Google News
বগুড়া-৬ উপনির্বাচন: চার দশক পর নৌকার প্রার্থী জয়ী

বগুড়া ৬ (সদর) আসনে উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী রাগেবুল আহসান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়েছেন্। এর ফলে দীর্ঘ ৪৩ বছর পর এই আসনে জয় পেল আওয়ামী লীগ।

বুধবার রাতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভোটের ফলাফল জানান রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে সকাল সাড়ে ৮টার দিকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এ আসনে আওয়ামী লীগ, জাপা, জাসদেরসহ ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আসনটিতে মোট ৯১ হাজার ৭৪২টি ভোট পড়ে।

এর আগে ১৯৭০ সালের নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী ডা. জাহিদুর রহমান নির্বাচিত হন। এরপর ১৯৭৩ সালের নির্বাচনে বিজয়ী হন তৎকালীন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট হাসেম আলী খান জাহেদী। এ সংসদটি ১৯৭৯ সাল পর্যন্ত কার্যকর ছিল। এরপর জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এলে সদর আসনটি হাতছাড়া হয় আওয়ামী লীগের। এরপর চার দশকেও এখানে আওয়ামী লীগ আর নির্বাচিত হতে পারেনি।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের