বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

নৌকা না পেয়ে আ. লীগ ছাড়লেন কুষ্টিয়ার হামিদ 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:০৭, ১১ অক্টোবর ২০২১

আপডেট: ১৫:৪৩, ১১ অক্টোবর ২০২১

Google News
নৌকা না পেয়ে আ. লীগ ছাড়লেন কুষ্টিয়ার হামিদ 

ফাইল ছবি

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর এ বাছাই পর্বে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন না পেয়ে দল থেকে পদত্যাগ করেছেন ইউনিয়ন পর্যায়ের নেতা। পদত্যাগ করা ওই নেতার নাম আব্দুল হামিদ। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রোববার (১০ অক্টোবর) সকালে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর লিখিত একটি আবেদনের মাধ্যমে পদত্যাগ করেন তিনি।

জানা গেছে, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন। আব্দুল হামিদ পদত্যাগ পত্রে উল্লেখ করেন, দীর্ঘ সাড়ে ৫ বছর ধরে আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সৎ ও নিষ্ঠার সঙ্গে দলকে সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছি। পারিবারিক ও ব্যক্তিগত কারণে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে আমি চাই না।

পদত্যাগের বিষয়ে স্থানীয়রা জানান, এলাকাবাসীর প্রত্যাশা ছিল আব্দুল হামিদের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাবেন। নৌকায় তার মনোনয়ন না পাওয়ার বিষয়টি মানতে পারছেন না এলাকার জনগণ। এ কারনে তিনি পদত্যাগ করেছেন।

এদিকে মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিএম জুবায়ের রিগ্যান।

রেডিওটুডে নিউজ/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের