শনিবার,

১৯ জুলাই ২০২৫,

৪ শ্রাবণ ১৪৩২

শনিবার,

১৯ জুলাই ২০২৫,

৪ শ্রাবণ ১৪৩২

Radio Today News

সমাবেশ মঞ্চে আসছেন জামায়াত নেতারা, সাংস্কৃতিক পর্ব শুরু 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০০, ১৯ জুলাই ২০২৫

আপডেট: ১০:০৭, ১৯ জুলাই ২০২৫

Google News
সমাবেশ মঞ্চে আসছেন জামায়াত নেতারা, সাংস্কৃতিক পর্ব শুরু 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশ মঞ্চে আসা শুরু করেছেন জামায়াতের শীর্ষ নেতারা। সকাল সাড়ে নয়টায় মঞ্চে এসে পৌঁছান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। 

এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদেরকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানান। সুন্দর আবহাওয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি। এছাড়া সবাইকে সমাবেশ শেষ হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান এবং সফল করার আহ্বান জানান। দুপুর দুইটা থেকে জাতীয় নেতারা বক্তব্য দেবেন বলে তিনি জানান।

এদিকে সকাল দশটা থেকে সাংস্কৃতিক পর্ব শুরু হওয়ার কথা থাকলেও তা ২০ মিনিট আগেই ৯ঃ৪০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। সংস্কৃতিক পর্ব পরিচালনা করছেন সাইফুল্লাহ মানসুর। এতে সাইমুম শিল্পীগোষ্ঠী সহ বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা হবে বলে জানান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের