সোমবার,

২১ জুলাই ২০২৫,

৫ শ্রাবণ ১৪৩২

সোমবার,

২১ জুলাই ২০২৫,

৫ শ্রাবণ ১৪৩২

Radio Today News

সরকারকে তারেক রহমান

পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও স্বচ্ছ ও সাহসী ভূমিকা রাখার আহ্বান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:০৫, ১৯ জুলাই ২০২৫

Google News
পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও স্বচ্ছ ও সাহসী ভূমিকা রাখার আহ্বান

সাম্প্রতিক সময়ে দেশের কিছু নৃশংস ঘটনা জনমনে অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে ক্ষেত্র বিশেষে প্রশ্নবিদ্ধ করেছে উল্লেখ করে সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও স্বচ্ছ ও সাহসী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।    

তারেক রহমান বলেন, ‌‘জুলাই অভ্যুত্থানে ‌বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভূমিকা এবং আন্দোলন পরবর্তী বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।’ 

তিনি বলেন, ‘রংপুরে আবু সাঈদ ও চট্টগ্রামে ওয়াসিমসহ দেশের বিভিন্ন স্থানে একই দিনে কমপক্ষে ৬ জন শহীদ হন ১৬ জুলাই। এর পর থেকে মাফিয়া সরকারের পতন ঘণ্টা বেজে উঠেছিল। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলেও ১৬ জুলাইয়ের পর থেকে আন্দোলন আর কোটা সংস্কারের দাবিতে ছিল না।’  

তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার মাধ্যমে  শহীদদের রক্তের ঋণ পরিশোধ করার সুযোগ সৃষ্টি হয়েছে। একটি ইনসাফ ও ন্যায়ভিত্তিক এবং তাবেদারমুক্ত গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমে আজ আমরা শহীদদের প্রতি সত্যিকারভাবে সম্মান ও শ্রদ্ধা জানাতে পারি।’  

তিনি বলেন, ‘হাজারো শহীদদের কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে ওঠার পূর্বশর্তই হচ্ছে জনগণের বাংলাদেশে জনগণের সারাসরি ভোটে জনগণের প্রতি দায়বদ্ধ এবং জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে দেশে এমনই একটি গণতান্ত্রিক নির্বাচনি ব্যবস্থা থাকা জরুরি, যেখানে প্রতিটি ভোটার নির্ভয়ে নিশ্চিন্তে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে।’ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে ফ্যাসিবাদের কাঠামো সম্পর্ণূরূপে ভেঙে দিতে হলে, নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, প্রয়োগ ও চর্চার কোনো বিকল্প নেই। এই কথাটিও একজন শহীদের বাবার মুখ থেকে আজ আমরা শুনেছি। হয়তো তারা তাদের ভাষায় বলেছেন, রাজনৈতিক ভাষায় বলেননি।’ 

তারেক রহমান বলেন, ‘রাষ্ট্রীয় ক্ষমতা বা রষ্ট্রের অপব্যবহার কিংবা প্রশাসনিক কূটকৌশলের পরিবর্তে কারও রাজনৈতিক অভিলাষ পূরণের প্রধান মাধ্যম হওয়া দরকার জনগণের রায়, জনগণের আস্থা এবং বিশ্বাস। দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে আমাদের কোনো আয়োজনই কিন্তু শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না। টেকসই হবে না।’ 

তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশে কিছু নৃশংস ঘটনা জনমনে অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে ক্ষেত্র বিশেষে প্রশ্নবিদ্ধ করেছে। তবে অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক কোনো পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায়, এই বিষয়টিও জনমনে জিজ্ঞাসা রয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষে নির্বাচন অনুষ্ঠান সম্ভব কি না? কোনো কোনো মহল থেকে এমন ধরনের প্রশ্নও উত্থাপন করা হচ্ছে। এটাকে বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে দেখার আজ কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রতিশ্রুত সময় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কি না এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি গণতন্ত্রকামী জনগণের প্রতি, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি, আন্দোলনরত দলগুলোর প্রতি আহ্বান জানাই।’  

তিনি বলেন, ‘একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও স্বচ্ছ ও সাহসী ভূমিকা রাখুন। বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী জনগণ আপনাদের পাশে থাকবে। গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো আপানাদের পাশে থাকবে। যদি আপনাদের ভূমিকা আরও স্বচ্ছ ও সাহসী হয়।’ 

তিনি বলেন, ‘আজকের তারুণ্যই আগামীর বাংলাদেশ। ছাত্র তরুণরা অবশ্যই রাজনীতি করবে। রাজনৈতিকভাবে সচেতন থাকবে। ছাত্র তরুণদের সাহসী অংশগ্রহণ ছাড়া বিশ্বের কোনো দেশেই স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব সফল হওয়ার উদাহরণ বিরল। তবে রাষ্ট্র পরিচালনার জন্য আপনাদের সবার আগে জ্ঞান-বিজ্ঞানে, মেধা মননে, প্রজ্ঞা-অভিজ্ঞতায় আরও সমৃদ্ধ হতে হবে।  শিক্ষার্থীদের মনে রাখতে হবে, বর্তমান জ্ঞান-বিজ্ঞানে অগ্রসরমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু স্লোগাননির্ভর কিংবা প্রচলতি প্রথাগত রাজনৈতিক সংস্কৃতি দিয়ে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব নয়। কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ গড়তে চাইলে আপনা

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের