
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের দিন-তারিখ ঘোষণা হয় নাই, অথচ এখনি পিআর পিআর করে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে একটি দল।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর বনানীর একটি হোটেলে 'জুলাইয়ের অভ্যুত্থান ও গুজবের রাজনীতি' বিষয়ক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সোহরাওয়ার্দী উদ্যানকে নির্বাচনী এলাকা ঘোষণা করা হলে যারা একটা সিট পাবে, তারাই পিআর পিআর করে চিল্লাছে।
এসময় গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখতে নির্বাচিত সরকার প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, ৫ আগস্টের আগে সবাই এক ছিলাম, এখন সবাই আলাদা হয়ে গেলাম। জামায়াত-বিএনপি-এনসিপি বিভক্ত হয়ে গেছে।
তিনি আরও বলেন, কয়েকটি সিটের আশায় রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থ না ছাড়লে, দেশের বড় পরিবর্তন সম্ভব নয়। আর যাতে ফ্যাসিবাদের পুনরুত্থান না হয় সেদিকে সকল রাজনৈতিক দলকে সোচ্চার হতে হবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় নির্বাচন যতো সামনে আসবে, গুজব ও অপপ্রচার তত বেড়ে যাবে। আসন্ন নির্বাচনে এআই ও গুজব মোকাবিলা না করতে পারলে নির্বাচন আয়োজন কঠিন হবে।
রেডিওটুডে নিউজ/আনাম