সোমবার,

২১ জুলাই ২০২৫,

৫ শ্রাবণ ১৪৩২

সোমবার,

২১ জুলাই ২০২৫,

৫ শ্রাবণ ১৪৩২

Radio Today News

স্বাধীনতাযুদ্ধে আপনারা অপরাধ করেছিলেন; জামায়াতকে গয়েশ্বর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১০, ১৯ জুলাই ২০২৫

Google News
স্বাধীনতাযুদ্ধে আপনারা অপরাধ করেছিলেন; জামায়াতকে গয়েশ্বর

একাত্তরের পরাজিত শক্তিকে স্মরণ করিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জনগণ যদি তাদের কৃতকর্ম ভুলে ভোট দেয়, তাহলে সালাম জানাব। তবে মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে তাদের এই আস্ফালন মেনে নেওয়া যায় না—এ কথা এখনো আমরা বলিনি। স্বাধীনতাযুদ্ধে আপনারা অপরাধ করেছিলেন, আমরা ক্ষমা করেছি, কিন্তু ভুলিনি।’

শনিবার (১৯ জুলাই) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গয়েশ্বর বলেন, ‘বিএনপি ক্ষমতার জন্য পাগল নয়, বরং জনগণের ভোটাধিকারের জন্য আন্দোলন করছে। জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, তা মানতে কার কী আপত্তি?’ তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে বড় সংস্কারক। বিএনপি সংস্কারে বিশ্বাস করে, কুসংস্কারে নয়।’

নির্বাচন বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে গয়েশ্বর বলেন, ‘আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন। নির্বাচনের আয়োজন করুন। কেউ বাধা দিলে বিএনপি আপনার পাশে থাকবে।’

বর্তমান নির্বাচন পদ্ধতি নিয়ে তিনি বলেন, ‘পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি বিশ্বের অনেক দেশে কার্যকর হলেও আমাদের সংস্কৃতিতে এটি অপ্রাসঙ্গিক। এটি হলো পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের