বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারাদেশের মানুষ উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর শ্যামলীতে নিজ বাসভবনে কুরআন খতম ও সাদাকায়ে জারিয়া হিসেবে ছাগল জবাই অনুষ্ঠান তত্ত্বাবধানকালে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি ও তার অঙ্গ সংগঠন নয়, সারাদেশের সাধারণ জনগণ গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত।
‘দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস’‘দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস’
বেগম খালেদা জিয়ার জন্য সবাইকে তার নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার আহবান জানান তিনি।
বহু ষড়যন্ত্র খালেদা জিয়াকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে দাবি করে দলের এই সিনিয়র নেতা বলেন, দৃঢ় মনোবল ও সাহস নিয়ে সব সময় মানুষের পাশে ছিলেন বেগম জিয়া।
রেডিওটুডে নিউজ/আনাম

