এনসিপিসহ তিন দলের সমন্বয়ে আসছে নতুন জোট, বিকেলে ঘোষণা

রোববার,

০৭ ডিসেম্বর ২০২৫,

২৩ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

০৭ ডিসেম্বর ২০২৫,

২৩ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

এনসিপিসহ তিন দলের সমন্বয়ে আসছে নতুন জোট, বিকেলে ঘোষণা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৭, ৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:১৭, ৭ ডিসেম্বর ২০২৫

Google News
এনসিপিসহ তিন দলের সমন্বয়ে আসছে নতুন জোট, বিকেলে ঘোষণা

বিএনপি-জামায়াত ইসলামীর বাইরে একটি নতুন রাজনৈতিক ও নির্বাচনী জোট গঠনের আলোচনা অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন আজ, রোববার (৭ ডিসেম্বর) বিকেলে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

আজ বিকেল চারটায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এই তিন দলের নতুন রাজনৈতিক জোট ঘোষণা করা হবে। দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এই জোটের লক্ষ্য হলো ‘জুলাই গণ–অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে ইচ্ছুকদের রাজনৈতিক-নির্বাচনী ঐক্য’ গড়ে তোলা।

এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন দুপুরের দিকে সাংবাদিকদের জানান, সংবাদ সম্মেলনে তিন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

তবে এই জোটে থাকছে না গণঅধিকার পরিষদ। গত মাসের শেষ সপ্তাহে এই চার দলের সমন্বয়ে জোট গঠনের আলোচনা শুরু হলেও, গত ২৭ নভেম্বরের বৈঠকে মতপার্থক্য সৃষ্টি হয়। বিশেষত, ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের উদ্যোগে গঠিত 'ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)'-কে অন্তর্ভুক্ত করা নিয়ে এনসিপির কঠোর আপত্তি ছিল।

জোটে যুক্ত না হওয়ার কারণ ব্যাখ্যা করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, জোটের লক্ষ্য, উদ্দেশ্য এবং সক্ষমতা নিয়ে তাঁদের তোলা প্রশ্নের কোনো স্পষ্ট জবাব পাওয়া যায়নি। তিনি বলেন, "আমরা প্রশ্নের উত্তর না পেয়ে অন্ধকারে ঝাঁপ দিতে পারি না... সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় এই জোটে গণঅধিকার পরিষদ থাকছে না।"

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের