শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

ইভিএমে কারচুপির জন্য পরাজয়: তৈমুর

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৩:৩৪, ১৭ জানুয়ারি ২০২২

Google News
ইভিএমে কারচুপির জন্য পরাজয়: তৈমুর

ফাইল ছবি

প্রায় দ্বিগুণ ভোটে তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর মেয়র নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার হাতি প্রতীক নিয়ে তাঁর চেয়ে ৬৯,১০২ ভোট পিছিয়ে আছেন। এই পরাজয় নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাবেক বিএনপি নেতা তৈমুর।

এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পরাজয় মেনে নিয়েছেন তিনি। তবে তাঁর দাবি, প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং ও ইভিএমে কারচুপির জন্য তার পরাজয় হয়েছে।

তৈমুর আরও বলেন, মানুষ তিন ঘণ্টা অপেক্ষা করেও ভোট দিতে পারেনি। মেশিন (ইভিএম) এতই স্লো। এছাড়া তার কর্মী এবং নির্বাচনে পরিচালনায় দায়িত্ব পালন করা ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এবারের নাসিক নির্বাচনে সরকার বনাম তৈমূর আলমের খেলা হয়েছে মন্তব্য করেন এই সাবেক বিএনপি নেতা।

নাসিক নির্বাচনে নৌকা প্রতীকে ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভী। তৈমুর আলম খন্দকার হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৯২,১৭১ ভোট।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের