বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

“ভাঙন মেরামত ছাড়া নদীর সাথে যুদ্ধ করার পথ আপাতত দেখছি না”

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫:২৬, ৩ জুলাই ২০২১

আপডেট: ০৫:৩০, ৩ জুলাই ২০২১

Google News

পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়ন সচিব কবীর বিন আনোয়ার বলেছেন, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে ভাঙন দেখা  দিলে সাথে সাথে ভাঙন রোধ করা হবে। এজন্য বালি, জিও ব্যাগ, সিসি ব্লক রেডি করে রাখা হয়েছে।

তিনি বলেন, "আমরা আশ্বস্ত করতে চায় হার্ডপয়েন্ট থেকে আরো উজানে আন্ডার ওয়াটার সার্ভে (ব্যথমেটিক) গত তিন দিন ধরে করা হচ্ছে। গত মাসেও করা হয়েছিলো। এটি কন্টিনিউ চলতে থাকবে। প্রদি মুহুর্তে ব্যথমেটিক সার্ভে করে দেখা হচ্ছে কোথায় ক্রটি আছে কি না। এখন পর্যন্ত কোন বিপদের আশংকা দেখছি না। হার্ড পয়েন্টে সমস্যা হয়েছে দ্রুত সংস্কার করা হয়েছে। আবারও সমস্য হলে সাথে সাথে সমাধান করা হবে। এছাড়া নদীর সাথে যুদ্ধ করার পথ আপতত দেখছি না।"

আজ সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের পুরাতন জেলখানা এলাকায় ধসে যাওয়া অংশ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের