বুধবার,

১৭ এপ্রিল ২০২৪,

৩ বৈশাখ ১৪৩১

বুধবার,

১৭ এপ্রিল ২০২৪,

৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

জয়পুরহাটে ১৩বছর পরে মহিলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন: সাজ সভাপতি, সাবিনা সম্পাদক

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০২:৪৪, ৫ অক্টোবর ২০২১

আপডেট: ১২:০৪, ৫ অক্টোবর ২০২১

Google News
জয়পুরহাটে ১৩বছর পরে মহিলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন: সাজ সভাপতি, সাবিনা সম্পাদক

সভাপতি সাজ ও সাধারণ সম্পাদক সাবিনা

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, "নারীর স্বনির্ভরতা ও ক্ষমতায়নের লক্ষে এ সরকারের মত অতীতের কোন সরকার এত কাজ করেনি। বর্তমানে বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে উন্নয়নের মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ আজ  সর্ব ক্ষেত্রে দ্রুত গতিতে উন্নয়নের পথে এগিয়ে  যাচ্ছে। উন্নয়ন ও অগ্রগতির এ ধারায় আগামী ২০৪১সালের মধ্যে বাংলাদেশ সারা বিশ্বে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে।"

র্দীঘ ১৩ বছর পর মঙ্গলবার (আজ) জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা গুলো বলেন। 

জয়পুরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেবেকা সুলতানার সভাপতিত্বে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহামুদা বেগম।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল,মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আসমা জেরিন ঝুমু,কোহিনুর হোসেন খাঁন,অ্যাডভোকেট আঞ্জুমান আরা আয়না,হোসনে আরা রানী, নুশরাত ফারজানা ইলোরা, কনা জব্বার, লিপি জামান, নাজমা আকতার, শাহিনা আক্তার সাথী প্রমুখ। সম্মেলনের প্রথম অধিবেশন সঞ্চালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মাহফুজা রহমান রিনা। 

সম্মেলনের দ্বিতীয় পর্বে (সন্ধ্যায়) কাউন্সিল অধিবেশনে শাম্মীম আরিফ সাজ জয়পুরহাট জেলা মহিলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি ও সাবিনা চৌধুরী সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের