মঙ্গলবার,

২৩ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার,

২৩ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

Radio Today News

রাজশাহীতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৬২.৮৫

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪১, ৩০ জানুয়ারি ২০২২

আপডেট: ২১:০৯, ৩০ জানুয়ারি ২০২২

Google News
রাজশাহীতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৬২.৮৫

ফাইল ছবি

রাজশাহীতে রোববার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫৪১ জনের নমুনা পরীক্ষায় ৩৪০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬২ দশমিক ৮৫ শতাংশ।

এদিকে একই সময়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে আরও দু'জনের মৃত্যু হয়েছে।

রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গে দু'জনের মৃত্যু হয়েছে। বর্তমানে করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ৬০ জন রোগী। এদের মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩৪ জন।

এ ছাড়া হাসপাতালে করোনা ওয়ার্ডে রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলেও জানান তিনি।

রেডিওটুডে নিউজ/এসএস/এসজেএন

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের