বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

হিলিতে কমেছে চালের দাম

রেডিওটুডে প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৫, ২ সেপ্টেম্বর ২০২২

Google News
হিলিতে কমেছে চালের দাম

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি অব্যাহত রয়েছে। শুল্ক কমানোর পর থেকে ১৫ শতাংশ শুল্ক দিয়ে চাল আমদানি হচ্ছে। শুল্ক কমানো এবং ওএমএসের (ওপেন মার্কেট সেল) চাল দেওয়ার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরের চালের বাজারে ২ থেকে ৫ টাকা কমেছে দাম। স্বর্ণা চাল ২ টাকা কমে ৫০ টাকা, ২৮ জাতের চাল ২ টাকা কমে ৫৬ টাকা এবং মিনিকেট চাল ৫ টাকা কমে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

তবে চাল কিনতে আসা হোসেন ইয়াছিনবলেন, আমরা শুনছি সরকার শুল্ক কমিয়ে দিয়েছে, যার ফলে চালের দাম কমেছে। কিন্তু হিলি বাজারে চাল বিক্রেতারা আগের দামেই চাল বিক্রি করছেন। আমরা গরিব মানুষ, রিকশা চালিয়ে সংসার পরিচালনা করি। সব জিনিসপত্রের দাম এই ভাবে বৃদ্ধি হলে কীভাবে জীবন বাঁচবে।

এদিকে হিলি বাজারের চাল বিক্রেতা আলি বলেন, চাল আমদানিতে শুল্ক কম এবং ওএমএসের (ওপেন মার্কেট সেল) চাল বিক্রির ফলে কমতে শুরু করেছে দাম। কেজি প্রতি প্রকার ভেদে ২ থেকে ৫ টাকা কমেছে। ভারত থেকে চাল আমদানি অব্যাহত থাকলে আরও দাম কমতে পারে বলেও জানান তিনি।

এমএমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের