বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

দিনাজপুরে শনাক্তের হার বেড়ে ৪৪ দশমিক ১৬ শতাংশ

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৯, ২৮ জুন ২০২১

আপডেট: ১৭:৪০, ২৮ জুন ২০২১

Google News
দিনাজপুরে শনাক্তের হার বেড়ে ৪৪ দশমিক ১৬ শতাংশ

প্রতীকী ছবি

লকডাউনের মধ্যেও দিনাজপুরে বেড়েই চলেছে করোনায় সংক্রমন এবং মৃত্যুর সংখ্যা। গেল ২৪ ঘন্টায় দিনাজপুরের সদরে ৩ এবং বিরলে আরও একজনের মৃত্যৃ ঘটেছে। এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ১৬৫ জনে। এরমধ্যে সদরে মারা গেছে ৮৫জন। শনাক্তের হার গতকালের চেয়ে বেড়ে দাড়িয়েছে ৪৪ দশমিক ১৬ শতাংশ। গতকাল রবিবার রেকর্ড করা হয়েছিল ৩৭ দশমিক ৫ শতাংশ। 

গেল ২৪ ঘন্টায় ৪০৩ জনের নমূনা পরীক্ষায় ১৭৮জনের করোনা সংক্রমন ধরা পড়েছে। এনিয়ে জেলায় ৪৬ হাজার ৮২৩জনের নমূনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা চিহ্নিত হয়েছে ৮ হাজার ১৮৮জনের। এ পর্যন্ত মারা গেছেন ১৬৫জন। এর মধ্যে সদরে চিহ্নিত ৪ হাজার ৭৮৩জনের মধ্যে আজ তিনজনসহ মারা গেছে ৮৫জন। পাশাপাশি গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি বেড়ে ১৪৮জনে দাঁড়িয়েছে।

করোনার বিস্তার রোধে জেলা সদরের ৮টি পয়েন্টে চেক পোষ্ট বসানো হয়েছে। তবে সরকারি বেসরকারি অফিস আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকায় বিকল্প পথে (ডাইভারসন) ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবহাহনে করে অসংখ্য মানুষ চলাচল করছে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের মোবাইল কোর্টের চোখ ফাকি দিয়ে কৌশলে বিভিন্ন ধরনের দোকানপাট খুলে চালানো হচ্ছে ক্রয় বিক্রয়। প্রকোপ বেড়ে যাওয়ায় ফুলবাড়ী উপজেলাতে ২৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত চলছে সপ্তাহব্যাপি লকডাউন।

এদিকে গরিব দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরন করছেন রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের