শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

এক দিনের ব্যবধানে কমেছে পেঁয়াজের দাম

হিলি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৯, ১৮ অক্টোবর ২০২১

Google News
এক দিনের ব্যবধানে কমেছে পেঁয়াজের দাম

ফাইল ছবি

এক দিনের ব্যবধানে আবারও কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। আজ সোমবার (১৮ অক্টোবর) দিনাজপুরের হিলি বাজারে দরপতন বিষয়টি জানা যায়।

জানা গেছে, গতকাল পাইকারি বাজারে কেজি প্রতি যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ থেকে ৪২ টাকায়। তা আজ বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৪০ টাকায়।

হিলি কাস্টমসের তথ্যমতে, গতকাল প্রথম কার্যদিবসে এ বন্দর দিয়ে ভারতীয় ১৭ ট্রাকে ৪৭৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

পেঁয়াজ কিনতে আসা কয়েক জন ক্রেতারা জানান, পেঁয়াজের দাম কমে যাওয়ায় তাদের একটু সুবিধা হয়েছে। তবে দাম ২০ টাকার মধ্যে থাকলে আরও ভাল হতো।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতারা জানান, ছয় দিন বন্ধ থাকার পর বন্দর দিয়ে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি হওয়ায় দাম কমতে শুরু করেছে। আমদানি আরও বেশি হলে অল্পদিনের মধ্যেই ৩০ টাকার নিচে আসবে দাম।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের