শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

গাইবান্ধায় স্ত্রী-সন্তানকে ফিরে পেতে মানববন্ধন 

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৫, ২১ অক্টোবর ২০২১

আপডেট: ২১:২৩, ২১ অক্টোবর ২০২১

Google News
গাইবান্ধায় স্ত্রী-সন্তানকে ফিরে পেতে মানববন্ধন 

নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করছেন আব্দুল্লা কাফি

হারিয়ে যাওয়া শিশু সহ স্ত্রীকে ফিরে পাওয়ার দাবীতে গাইবান্ধার বালুয়া গ্রামে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে নিখোঁজের স্বামী ও তার পরিবারসহ গ্রামবাসী। বৃহস্পতিবার গাইবান্ধার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে এই কর্মসুচী পালন করা হয়।

এ সময় ৪ মাসের শিশু সুমাইয়া আকতারসহ স্ত্রী মরিয়ম আকতার লিপিকে ফিরে পাওয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন তার স্বামী আব্দুল্লা কাফি।  

স্বামী আব্দুল্লা কাফি বলেন গত ১৮ অক্টোবর সকাল ৯ টায় তার বাড়ি বালুয়া থেকে ৪ মাসের শিশু সন্তান সহ স্ত্রী মরিয়ম হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। এসময় তার স্বামী আব্দুল কাফি ঢাকায় তার কর্মস্থলে ছিলেন। শিশু সন্তান ও স্ত্রী নিখোঁজ হওয়ার পর তিনি বাড়িতে চলে আসেন। 

ঘটনার কয়েকদিন অতিবাহিত হলেও শিশু সন্তান সহ স্ত্রীকে খুঁজে না পাওয়ায় আজ সংবাদ সম্মেলন করেন তিনি। পরে এ দাবিতে কাফির স্বজন ও গ্রামবাসী মিলে মানববন্ধন কর্মসুচী পালন করে। 

এ ব্যাপারে স্বামী আব্দুল্লা কাফি বাদী হয়ে আজ দুপুরে গাইবান্ধা সদর থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে। নিখোঁজের বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মাসুদুর রহমান। 

রেডিওটুডে নিউজ/এমএস/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের