শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

আসছে শীত, খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:৪২, ২ নভেম্বর ২০২১

Google News
আসছে শীত, খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

ফাইল ছবি (সংগৃহীত)

প্রকৃতিতে বইছে শীতের আগমনী বার্তা। তাই উত্তরে জেলার বিভিন্ন গ্রামে খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত হয়ে পড়ছেন গাছিরা। প্রতিবছর শীতে তৈরি হচ্ছে খেজুরের গুড়। রস ও গুড় কিনতে বাগানে ভিড় করেন বিভিন্ন প্রান্তের মানুষ। শীতের প্রতিটি সকালেই এ বাগানগুলোতে লেগে থাকে রসমেলা উৎসব।

সকালের শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় পস্তুত, একই সঙ্গে খেজুরের রস সংগ্রহে প্রস্তুত  হতে দেখা গেছে ঠাকুরগাঁওয়ের গাছিদেরও। ঠাকুরগাঁও সুগারমিলের উদ্যোগে সদর উপজেলার নারগুনে ৫০০টি ছোটো বড় খেজুরের গাছ নিয়ে গড়ে ওঠে একটি বাগান।
 
রস সংগ্রহের জন্য এখন গাছকে বিশেষ পদ্ধতিতে প্রস্তুত করা হচ্ছে। সপ্তাখানেকের মধ্যেই রস সংগ্রহ শুরু হবে বলে জানিয়েছেন গাছিরা।

এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা গ্রামে বেশ কয়জনের উদ্যোগে গড়ে ওঠে আরেকটি খেজুরের বাগান। দুবছর ধরে তারা বাণিজ্যিকভাবে খেজুরের রস থেকে গুড় উৎপাদন শুরু করেছে।

প্রত্যন্ত গ্রামটিতে গড়ে ওঠা বাগানটি এখন সেই এলাকার অর্থনৈতিক উন্নায়নের কান্ডারি বলে জানান এলাকাবাসী।
 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের