শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

কুড়িগ্রামে প্রাচীন গো-মূর্তি উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩১, ১১ জুলাই ২০২১

Google News
কুড়িগ্রামে প্রাচীন গো-মূর্তি উদ্ধার

উদ্ধারকৃত প্রাচীন গো-মূর্তি (রেডিও টুডে প্রতিনিধি, কুড়িগ্রাম)

কুড়িগ্রামে মন্দিরের ধ্বংসাবশেষ থেকে পাওয়া কষ্টিপাথর সদৃশ্য ২০ কেজি ওজনের প্রাচীন গো-মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

মূর্তিটি উদ্ধারের পর রোববার দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং করেছে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

এসময় তিনি বলেন, মূর্তিটি প্রাথমিকভাবে যাছাই করে দেখা গেছে এটি কষ্টিপাথরের হওয়ার সম্ভাবনা রয়েছে। যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে এটি এটি পত্নতাত্বিক বিভাগের হাতে হস্তান্তর করা হবে। 

তিনি আরো জানান, নাগেশ্বরী উপজেলার মধ্যসুখাতি বামনটারী এলাকায় পুরনো মন্দিরের ধ্বংসাবশেষের মাটি সরানোর সময় মূর্তিটি উদ্ধার করে স্থানীয় কৃষক শ্রীধর চন্দ্র বর্মনের বাড়িতে রেখে দেয়া হয়। পরে নাগেশ্বরী থানা পুলিশ শনিবার শ্রীধর চন্দ্র বর্মনের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মূর্তিটি প্রায় ২শ বছরের বেশি পুরনো হতে পারে বলে জানান পুলিশ সুপার। 

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের