শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

ভাড়াটে বিদেশি খুনিরা হাইতির রাষ্ট্রপতি জোভেনেল মইসিকে হত্যা করেছিল: পুলিশ

প্রকাশিত: ০৩:০০, ১০ জুলাই ২০২১

আপডেট: ০৩:০১, ১০ জুলাই ২০২১

Google News
ভাড়াটে বিদেশি খুনিরা হাইতির রাষ্ট্রপতি জোভেনেল মইসিকে হত্যা করেছিল: পুলিশ

রাজধানী পর্তোপ্রাঁসে বন্দুকযুদ্ধের পরে ১৭ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ (ছবি-বিবিসি)

অবসরপ্রাপ্ত কলম্বিয়ার সেনা সহ ২৮ জন ভাড়াটে বিদেশি খুনি হাইতির রাষ্ট্রপতি জোভেনেল মইসিকে হত্যা করেছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ। 

রাজধানী পর্তোপ্রাঁসে বন্দুকযুদ্ধের পরে ১৭ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এছাড়া সন্দেহভাজন তিন ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হন এবং আটজন পলাতক রয়েছেন। -খবর বিবিসির

রক্তাক্ত ও আহত গ্রেপ্তারকৃত সন্দেহভাজনদেরকে বৃহস্পতিবার জব্দকৃত কয়েকটি অস্ত্র সহ গণমাধ্যমকে দেখানো হয়।

তবে কে বা কারা এবং কী উদ্দেশ্য নিয়ে আক্রমণটি সংগঠিত করেছিল তা এখনও পরিষ্কার নয়।

এর আগে বুধবার ভোরের দিকে বন্দুকধারীরা রাজধানী পর্তোপ্রাঁসে রাষ্ট্রপতির বাড়িতে প্রবেশ করে এবং তাকে গুলি করে হত্যা করে। এসময়তার স্ত্রীও গুলিবিদ্ধ হয়। কর্তৃপক্ষের ভাষ্যমতে, জোভেনেল মইসিকে (৫৩) তাঁর ১২টি গুলির ক্ষত এবং এক চোখ উপড়ানো অবস্থায় পরে থাকতে দেখা যায়।

ঘটনায় মার্টিন মইসি (৪৭) গুরুতর আহত হলে তাকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চিকিৎসার জন্য পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা স্তিতিশীল বলে জানা গেছে। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের