মঙ্গলবার,

১৬ এপ্রিল ২০২৪,

৩ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার,

১৬ এপ্রিল ২০২৪,

৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৮, ২২ জানুয়ারি ২০২৩

Google News
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ

রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের। শনিবার দেশ-বিদেশের আলেমদের গুরুত্বপূর্ণ বয়ান, তাসবিহ-তাহলিল ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত করেন ইজতেমায় আসা মুসল্লিরা।

রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে যেকোনো সময় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে বলে জানান আয়োজকরা। তাবলিগ জামাতের দিল্লি মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সা’দ আহমদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

শনিবার ফজরের নামাজের পর তাবলিগের মৌলিক বিষয়ের (ছয় উসুল) ওপর ভারতের মাওলানা মো. ইয়াকুবের বয়ান শুরু হয়। জোহরের নামাজের পর বয়ান করেন তুরস্কের মাওলানা উমরা তুর্কি। আসরের নামাজের পর মাওলানা ইলিয়াছ বিন সা’দ এবং মাগরিবের নামাজের পর মাওলানা আব্দুস ছাত্তার বয়ান করেন। তাঁদের বয়ান বাংলা, ইংরেজিসহ বিভিন্ন ভাষায় তরজমা করে মুসল্লিদের শোনানো হয়। ইজতেমায় আসা শ্রবণ প্রতিবন্ধী মুসল্লিদের জন্য নির্ধারিত স্থানে ইশারা ভাষায় বয়ান বুঝিয়ে দেওয়া হয়।

মুসল্লীদের যাতায়তের সুবিধার্থে টঙ্গীর কয়েকটি সড়কে বন্ধ থাকবে যান চলাচল। 

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের