শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

তুরাগ তীরে মুসল্লিদের ঢল:আখেরি মোনাজাত দুপুর ১২টায়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪১, ২২ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৭:৪৪, ২২ জানুয়ারি ২০২৩

Google News
তুরাগ তীরে মুসল্লিদের ঢল:আখেরি মোনাজাত দুপুর ১২টায়

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।  মোনাজাত ঘিরে ভোর  থেকেই ইজতেমা ময়দানে মানুষের ঢল নেমেছে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী ধর্মপ্রাণ মানুষ শীতকে উপেক্ষা করে ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ছুটছেন। বেলা ১২টার দিকে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। 

রোববার (২২ জানুয়ারি) ইজতেমার শেষ দিনে আজ মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন কান্ধলভী আখেরি মোনাজাত পরিচালনা করবেন। মোনাজাতের আগে  চলছে হেদায়েতি বয়ান। 

মোনাজাতে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হবে বলে জানিয়েছে ইজতেমা কর্তৃপক্ষ।

দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে এরইমধ্যে ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মূল প্যান্ডেলে জায়গা না পেয়ে অনেক মুসল্লি বাইরে পলিথিন সিট ও কাপড়ের সামিয়ানা টাঙিয়ে অবস্থান নিয়েছেন। এদিকে, বিশ্ব ইজতেমা উপলক্ষে পাঁচটি স্পেশাল ট্রেন ছেড়েছে ভোর পাঁচটা, পাঁচটা পঁয়ত্রিশ, ছয়টা, সাড়ে ছয়টা এবং সাতটায়। এছাড়া সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বিরতিহীনভাবে মেট্রোরেল চলবে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের