শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

মহানবমী: আনন্দের মাঝে বিষাদ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫:০৮, ১৪ অক্টোবর ২০২১

আপডেট: ১৫:১৭, ১৪ অক্টোবর ২০২১

Google News
মহানবমী: আনন্দের মাঝে বিষাদ

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। নবমীতে আনন্দের মাঝেও বিষাদের ছায়া নেমে এসেছে দেবী ভক্তদের মনে। কারন সনাতন ধর্মমতে, দেবী দুর্গা আর একদিন পরেই কৈলাসে ফিরে যাবেন।

শুক্রবার (১৫ অক্টোবর) দশমীর দিন করা হবে প্রতিমা বিসর্জন। অশ্রুশিক্ত চোখে ভক্তরা বিদায় দেবেন দশভূজা দেবী দুর্গাকে।

এবার দেবী দূর্গা এসেছিলেন ঘোড়ায় চড়ে, যাবেন দোলায় চড়ে।

সকালে কল্পারম্ভ ও বিহিতপুজার মাধ্যমে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পূজা শেষে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদন করবেন। সনাতন ধর্মমতে, নবমীর পুণ্য তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা।

নবমী তিথি শুরু হয় সন্ধিপূজা দিয়ে। অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিট সর্বমোট ৪৮ মিনিটে সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। মূলত দেবী চামুণ্ডার পূজা করা হয় এসময়।

সনাতন ধর্মমতে এ সময়েই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। আর রাম বধ করেছিলেন রাবণকে। এই দিনই দুর্গাপূজার অন্তিম দিন হিসেবে বিবেচনা করা হয়। তাই নবমী রাতে মণ্ডপে মণ্ডপে বাজে দেবীকে বিদায়ের ঘণ্টা।
 

রেডিওটুডে নিউজ/এমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের