শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪,

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪,

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

জানা গেল বিশ্ব ইজতেমার দুই পর্বের চূড়ান্ত তারিখ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৮, ১৭ নভেম্বর ২০২৪

Google News
জানা গেল বিশ্ব ইজতেমার দুই পর্বের চূড়ান্ত তারিখ

আগামী বছরের ৩১ জানুয়ারি শুরু হবে তাবলিগ জামায়াতের সবচেয়ে বড় আয়োজন বিশ্ব ইজতেমা। আজ রোববার (১৭ নভেম্বর) শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হানের পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্তায় জানানো হয়েছে, প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে অংশ নেবেন শুরায়ী নেজামের অনুসারীরা। অন্যদিকে,  দ্বিতীয় পর্বের ইজতেমা ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৯ ফেব্রুয়ারি। এই পর্বে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা।

এদিকে, বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম পর্বের আয়োজনকারীরা আয়োজন শেষে ইজতেমার মাঠ বিভাগীয় কমিশনার ঢাকার নেতৃত্বে গঠিত বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি সংক্রান্ত কমিটিকে ৪ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে বুঝিয়ে দিবেন। আর দ্বিতীয় পর্বের আয়োজনকারীরা ৪ ফেব্রুয়ারি বিকেলে উক্ত কমিটির থেকে ইজতেমার মাঠ বুঝে নিবেন এবং ইজতেমা শেষে ১১ ফেব্রুয়ারি দুপুরে কমিটির কাছে মাঠ হস্তান্তর করবেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের