বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

কর্মস্থলে ফেরার সিদ্ধান্ত স্থগিত করছে প্রযুক্তি সংস্থাগুলো

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ০৩:০৬, ৩ আগস্ট ২০২১

আপডেট: ০৩:১১, ৩ আগস্ট ২০২১

Google News
কর্মস্থলে ফেরার সিদ্ধান্ত স্থগিত করছে প্রযুক্তি সংস্থাগুলো

টুইটারের স্যান ফ্রান্সিস্কো অফিস (ছবি-সংগৃহীত)

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কর্মীদের অফিসে ফিরিয়ে আনার সিদ্ধান্তে পরিবর্তন এনেছে দেশটির শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থাগুলো। অফিসে যেসব কর্মী কাজ করবেন তাদের অবশ্যই আগে ভ্যাক্সিন নিতে হবে।

গুগোল তাদের অফিসে ফেরার সিদ্ধান্ত ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে। গুগোল এবং ফেসবুক বলছে, মার্কিন কর্মীদের অফিসে ফিরতে হলে আগে ভ্যাক্সিন নিতে হবে। 

অফিস পুনরায় শুরু করার সিদ্ধান্ত স্থগিত করেছে টুইটারও। এর স্যান ফ্রান্সিস্কো ও নিউ ইয়োর্কের অফিস আবারও বন্ধ করে দেয়া হয়েছে। এই অফিস দুটি স্বেচ্ছায় অফিসে ফিরতে চাওয়া অর্ধেক কর্মী দিয়ে পরিচালিত হয়ে আসছিলো।

টুইটার জানিয়েছে, যেসব ক্ষেত্রে সম্ভব সেখানে কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

অ্যাপলও কর্মস্থলে ফেরার সিদ্ধান্ত অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বলে জানা গেছে।

এর আগে ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন তাদের কর্মীদের জন্য শিফটিং করে সপ্তাহে তিনদিন অফিস করানোর পরিকল্পনা করেছিল।

যুক্তরাষ্ট্র সরকার করোনা ভ্যাক্সিন প্রদানের মন্থর গতির সঙ্গে যুদ্ধ করছে বিধায়ই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে বিশ্বের শীর্ষ এই প্রযুক্তি সংস্থাগুলো। 

সূত্র: বিবিসি
 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের