শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

ঐতিহাসিক সিরিজ জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:৫৭, ৭ আগস্ট ২০২১

আপডেট: ১৫:৫৫, ৭ আগস্ট ২০২১

Google News
ঐতিহাসিক সিরিজ জিতলো বাংলাদেশ

ছবি: আইসিসি

ক্রিকেট বিশ্বের পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হলো বাংলাদেশের। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে অজিদের ১০ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা।

শুক্রবার হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৯ উইকেটে বাংলাদেশের অর্জন ছিল ১২৭ রান।

১২৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেটে ১১৭ রান করেই গুটিয়ে যায় অজিরা। শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার দাঁড়াল ২২ রান। এরপর শেখ মেহেদী হাসান এলোমেলো বোলিং করলেও সমীকরণ আর মেলেনি। 

যেকোনো ফর্মেটের ক্রিকেটে অস্ট্রিলিয়ার বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়। আগামীকাল এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ টি-টুয়েন্টি।  

স্কোর কার্ড 
বাংলাদেশ ইনিংস:
মোহাম্মদ নাইম ক ওয়েড ব হ্যাজেলউড ১, সৌম্য সরকার এলবিডব্লু ব জাম্পা ২, সাকিব আল হাসান ক আগার ব জাম্পা ২৬,
মাহমুদুল্লাহ রিয়াদ বোল্ড ব এলিস ৫২, আফিফ হোসেন রান আউট (ক্যারি) ১৯, শামিম হোসেন ক ম্যাকডরমেট ব হ্যাজেলউড ৩, নুরুল হাসান রান আউট (হেনরিক্স) ১১, মাহেদি হাসান ক আগার ব এলিস ৬, মুস্তাফিজুর রহমান ক মার্শ ব এলিস ০, শরিফুল ইসলাম অপরাজিত ০, অতিরিক্ত (লে বা-৪, নো-১, ও-২) ৭

মোট (২০ ওভার, ৯ উইকেট) ১২৭

উইকেট পতন: ১/৩ (নাইম), ২/৩ (সৌম্য), ৩/৪৭ (সাকিব), ৪/৭৬ (আফিফ), ৫/৮১ (শামিম), ৬/৯৭ (নুরুল), ৭/১২৭ (মাহমুদুল্লাহ), ৮/১২৭ (মুস্তাফিজ), ৯/১২৭ (মাহেদি)।

অস্ট্রেলিয়া বোলিং:
অ্যাস্টন টার্নার : ১-০-২-০, জশ হ্যাজেলউড : ৪-০-১৬-২, এডাম জাম্পা : ৪-০-২৪-২ (ও-১), অ্যাস্টন আগার : ৪-০-২৩-০ (ও-১), নাথান এলিস : ৪-০-৩৪-৩, মিচেল মার্শ : ১-০-১৫-০, ডেন ক্রিস্টিয়ান : ২-০-৯-০

অস্ট্রেলিয়া ইনিংস:
বেন ম্যাকডারমট বোল্ড ব সাকিব ৩৫, ম্যাথু ওয়েড ক শরিফুল ব নাসুম ১, মিচেল মার্শ ক নাইম ব শরিফুল ৫১, মইসেস হেনরিক্স ক শামিম ব শরিফুল ২, অ্যালেক্স ক্যারি অপরাজিত ২০, ডেন ক্রিস্টিয়ান অপরাজিত ৭, অতিরিক্ত (নো ব-১) ১

মোট (২০ ওভার, ৪ উইকেট) ১১৭

উইকেট পতন: ১/৮ (ওয়েড), ২/৭১ (ম্যাকডারমট), ৩/৭৪ (হেনরিক্স), ৪/৯৪ (মার্শ)

বাংলাদেশ বোলিং :
মাহেদি হাসান : ৩-০-২৯-০ (নো-১), নাসুম আহমেদ : ৪-১-১৯-১, সাকিব আল হাসান : ৪-০-২২-১, মুস্তাফিজুর রহমান : ৪-০-৯-০,
শরিফুল ইসলাম : ৪-০-২৯-২, সৌম্য সরকার : ১-০-৯-০

ফল: বাংলাদেশ ১০ রানে জয়ী
ম্যাচ সেরা: মাহমুদুল্লাহ (বাংলাদেশ)

রেডিওটুডে নিউজ/ইকে/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের