বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

শর্ট ভিডিও থেকে আয়ের সুযোগ আসছে ইউটিউবে 

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ০৬:৫০, ২৬ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ০১:২৮, ২৭ সেপ্টেম্বর ২০২২

Google News
শর্ট ভিডিও থেকে আয়ের সুযোগ আসছে ইউটিউবে 

সম্প্রতি পার্টনারশিপ প্রোগ্রামে উল্লেখযোগ্য পরিবর্তনের ঘোষণা দিয়েছে ইউটিউব। তাদের শর্ট ভিডিও ক্রিয়েটরদের সঙ্গে রেভিনিউ শেয়ার করবে প্রতিষ্ঠানটি। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছে, মূলত টিকটককে টেক্কা দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।

ইউটিউবে শর্ট ভিডিওতে এতদিন মনিটাইজেশনের সুবিধা পাওয়া যেতোনা কিন্তু এখন শর্ট ভিডিও আপলোড করে ইউটিউব ব্যবহারকারীরা আয় করার সুযোগ পাবেন। যা ভিডিও ক্রিয়েটরদের এতদিন অভিযোগের শেষ ছিল না।

ইউটিউবের চিফ প্রডাক্ট অফিসার নীল মোহন এসব নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, আগামী বছর থেকে রেভিনিউ বিষয়টি কার্যকর হবে। আরও বেশি ভিডিও তৈরিতে ক্রিয়েটররা উৎসাহিত হবেন।

এ বিষয়ে মোহন আরও বলেন, বিজ্ঞাপন থেকে যে আয় হবে তার ৪৫ শতাংশ ক্রিয়েটরদের প্রদান করা হবে। এমনকি যদি মিউজিক ব্যবহার করেও শর্ট ভিডিও আপলোড করা হয় তাহলেও আয়ের পরিমাণ একই থাকবে। ইউটিউব শিগগিরই ফিচারটি পরিক্ষামূলক চালু করছে। 

কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার থাকতে হয় শর্ট ভিডিও মনিটাইজেশন পেতে হলে। একইসাথে ১ কোটি ভিউ থাকতে হবে ৯০ দিনের মধ্যে।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের