বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

হোয়াটসঅ্যাপেও এবার ভিডিও কলের লিংক পাঠানো যাবে 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:৫৫, ২৯ সেপ্টেম্বর ২০২২

Google News
হোয়াটসঅ্যাপেও এবার ভিডিও কলের লিংক পাঠানো যাবে 

ফাইল ছবি

হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা প্রতিনিয়ত বেড়েই চলেছে। তাই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে বন্ধু ও পরিচিতদের  ভিডিও কলে সহজে যুক্ত হবার সুযোগ করে দিতে হোয়াটসঅ্যাপ চালু করছে 'কল লিংকস' সুবিধা। 

নির্দিষ্ট ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এই সুবিধা কাজে লাগিয়ে আগে থেকেই ভিডিও কলের লিংক পাঠানো যাবে। ফলে নির্দিষ্ট সময়ে লিংকে ক্লিক করে আমন্ত্রিত ব্যক্তিরা সরাসরি ভিডিও কলে অংশ নিতে পারবেন। শুধু তাই নয় কোন কারণে দেরি হয়ে গেলেও ভিডিও কল চলা অবস্থায়ও অংশ নিতে পারবেন। মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহের ভিতরই সেবাটি চালু হবে।

অন্যদিকে হোয়াটসঅ্যাপ একসঙ্গে ৩২ জনের সাথে ভিডিও কলের সুযোগ চালু করছে কল লিংকস সুবিধার পাশাপাশি। বর্তমানে হোয়াটসঅ্যাপে একসঙ্গে ৩২ জনের সাথে অডিও কলে অংশ নেবার সুযোগ রয়েছে। 

সম্প্রতি, হোয়াটসঅ্যাপ নির্দিষ্ট সদস্যদের মাইক্রোফোন দূর থেকে মিউট করার সুবিধা চালু করেছে গ্রুপ কল চলাকালীন সময়ে। ফলে বক্তার কথা ভালোভাবে শুনতে পারেন গ্রুপ কলে যুক্ত থাকা সদস্যরা। এছাড়া আরও সুবিধা রয়েছে, যেমন - নির্দিষ্ট ব্যক্তিকে বার্তা পাঠানোর সুযোগ আছে গ্রুপ কলে অংশ নেওয়া অবস্থায়ও।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের