শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে ফাঁদ পাতছে হ্যাকাররা

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ০৫:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০২২

Google News
হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে ফাঁদ পাতছে হ্যাকাররা

প্রতিকী ছবি

হোয়াটসঅ্যাপের উপর নির্ভরশীলতা দিন দিন বেড়েই চলেছে। অনলাইন হ্যাকাররা এই নির্ভরশীলতারই সুযোগ নিচ্ছেন। ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে জালিয়াতির ফাঁদ পাতছে হ্যাকাররা। এই বিষয়ে কেন্দ্রীয় সংস্থা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলেছে।

প্রযুক্তি মন্ত্রকের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন) ও কেন্দ্রীয় তথ্যের তরফে জানানো হয়েছে, আইওএসের কয়েকটি ভার্সনে ও অ্যান্ড্রয়েডে কিছু ক্রুটি পাওয়া গেছে। হ্যাকাররা এর ফায়দা নিতে ফাঁদ পাততে পারে। ফলে জারিকৃত নির্দেশিকায় বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএসের ভি২.২২.১৬.১২ ভার্সন, আইওএসের ভি২.২২.১৫.৯ ভার্শন, আইওএসের ভি২.২২.১৬.১২ বিজনেস ভার্শন ও অ্যান্ড্রয়েডের ভি২.২২.১৬.১২ বিজনেস ভার্শনে এই ক্রুটি পাওয়া গেছে। 

হ্যাকাররা আপনার হোয়াটসঅ্যাপের দখল নিতে পারে এই ক্রুটি কাজে লাগিয়ে। আপনার স্মার্টফোনে রিমোট কোড ঢুকিয়ে দিতে পারে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সবার প্রথমেই তাদের অ্যাপটি আপডেট করতে হবে এর হাত থেকে বাঁচতে।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের