মঙ্গলবার,

১৬ এপ্রিল ২০২৪,

৩ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার,

১৬ এপ্রিল ২০২৪,

৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

সনাক্তকৃত চার ভাইরাস অ্যাপ

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:২৬, ১০ নভেম্বর ২০২২

Google News
সনাক্তকৃত চার ভাইরাস অ্যাপ

ফাইল ছবি

ইন্টারনেট সুরক্ষা সংস্থা ম্যালওয়ারবিটস সম্প্রতি কিছু ভাইরাস যুক্ত অ্যাপ চিহ্নিত করেছে। তারা গুগল প্লে স্টোরে ৪ টি ভাইরাস অ্যাপের সন্ধান পেয়েছে। ভাইরাস চিহ্নিত ওই অ্যাপসগুলোর মাধ্যমে হ্যাকররা অ্যানড্রয়েড ফোনে ফিশিং অ্যাটাক করছে। সাইবার অপরাধীরা মূলত অ্যানড্রয়েড ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিতেই এই অ্যাপ গুলো তৈরি করেছে।

ইতমধ্যেই এই অ্যাপগুলো ডাউনলোড করেছেন প্রায় ১০ লক্ষ ইউজার্স। এক ডেভেলপার মোবাইল অ্যাপ গ্রুপ নামের এই অ্যাপ গুলো তৈরি করেছে বলে জানায় ম্যালওইয়ারবিটসের পক্ষ থেকে।

বিপদজনক এই অ্যাপগুলো ইনস্টল করার প্রায় ৭২ ঘন্টা পর কোনো সমস্যা হয় না। এর পরবর্তীকালীন থেকে হ্যাকাররা তাদের কাজ শুরু করে। অ্যাপগুলোর মাধ্যমে ব্যাংক ও অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড চুরি করতে থাকে হ্যাকাররা।

শনাক্তকৃত বিপদজনক অ্যাপগুলো হলো :

১. ড্রাইভার : ওয়াইফাই, ইউএসবি, ব্লুটুথ।
২. ব্লুটুথ অটো কানেক্ট
৩. মোবাইল ট্রান্সফার : স্মার্ট সুইচ
৪. ব্লুটুথ অ্যাপ সেন্ডার।
এর কোনো একটি অ্যাপ যদি আপনার মোবাইলে থাকে তবে অবশ্যই অতি দ্রুত তা আনইনস্টল করুন।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের