শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হলেন ইউসুপ ফারুক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:১২, ৬ সেপ্টেম্বর ২০২১

Google News
মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হলেন ইউসুপ ফারুক

ফাইল ছবি

বাংলাদেশে মাইক্রোসফটের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মো. ইউসুপ ফারুককে।

আজ রোববার (৫ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ভূমিকায় তিনি মাইক্রোসফটের শক্তিশালী পার্টনার ইকোসিস্টমের মাধ্যমে অংশীদারিত্ব করে সরকারি ও বেসরকারি খাতের প্রতিষ্ঠান ও সংস্থা, এসএমই, কমিউনিটি এবং অন্যান্য খাতের ডিজিটাল রূপান্তর ত্বরাণ্বিত করার দিকে মনোনিবেশ করবেন।

নিয়োগ পাওয়া সম্পর্কে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুপ ফারুক বলেন, “বাংলাদেশের ডিজিটাল রূপান্তর ও ক্লাউড সেবা বিস্তৃতির ক্ষেত্রে মাইক্রোসফটের এ চমৎকার যাত্রাযর সাথে থাকতে পেরে আমি সম্মানিত বোধ করছি।

তিনি আরও বলেন, স্মার্ট গভর্নেন্সের ভিত্তিতে ডিজিটাল বাংলাদেশের জাতীয় এজেন্ডা অর্জনের লক্ষ্যে নেটওয়ার্ক ও প্রযুক্তি ক্ষেত্রে এর ব্যবহারকে ত্বরাণ্বিত করেছে বাংলাদেশ। আমি আমাদের অংশীদার ও কমিউনিটিকে সাথে নিয়ে দেশ, শিল্পখাত ও এর সক্ষমতা বৃদ্ধিতে দেশের রূপান্তরে কাজ করতে উন্মুখ হয়ে আছি।”

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের