শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

৬ ঘণ্টা পর সচল ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ

সাইন্স অ্যান্ড টেকনোলজি ডেস্ক

প্রকাশিত: ১১:০২, ৫ অক্টোবর ২০২১

আপডেট: ১১:৫৭, ৫ অক্টোবর ২০২১

Google News
৬ ঘণ্টা পর সচল ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ

প্রতীকী ছবি

সার্ভার জটিলতার কারণে বিশ্বব্যাপী প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ।

বাংলাদেশের স্থানীয় সময় প্রায় পৌনে ১০টার দিকে এই সার্ভিসগুলোতে প্রবেশ করতে ব্যর্থ হন নেটিজেনরা। পরে ভোর ৪টার দিকে সাইটগুলোতে প্রবেশ করতে পারছেন বলে জানিয়েছেন তারা।

ফেসবুক ও ইন্সটাগ্রাম সম্পূর্ণ গতিতে চালু হলেও, হোয়াটসঅ্যাপে কিছুটা ধীরগতি বিদ্যমান রয়েছে বলে জানা গেছে। এটি কাটিয়ে উঠতে আরও সময় লাগতে পারে। 

এর আগে ব্যবহারকারীদের উদ্দেশ্যে ক্ষমাপ্রার্থনা করে এক টুইট বার্তা দেয় ফেসবুক। সেখানে বলা হয়, "কিছু মানুষের ফেসবুক অ্যাপ অ্যাক্সেস করতে সমস্যা হচ্ছে, আমরা এই এই বিষয়ে অবহিত। আমরা যত দ্রুত সম্ভব জিনিসগুলিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য কাজ করছি এবং যে কোন অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।"

এদিকে এসব যোগাযোগ মাধ্যমের অনুপস্থিতিতে আনাগোনা বাড়ে টুইটারে। অন্যদিকে ৬ বিলিয়ন ডলার সম্পত্তি হ্রাস পেয়েছে ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গের, ৫ শতাংশ হারে দরপতন ঘটেছে ফেসবুকের শেয়ারের। 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের