শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

আরও এক নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২১:২০, ৭ অক্টোবর ২০২১

Google News
আরও এক নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

ফাইল ছবি

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আনতে যাচ্ছে নতুন এক ফিচার। গ্লোবাল ভয়েস মেসেজ প্লেয়ার নামের নতুন ফিচারটি নিয়ে এরইমধ্যে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ।

নতুন এই ফিচারটির মাধ্যমে চ্যাট উইন্ডো না খুলেই যেকোনো ভয়েস মেসেজ শুনতে পাবেন ব্যবহারকারীরা। চ্যাট উইন্ডো থেকে বের হয়ে গেলেও ভয়েস মেসেজ শোনা যাবে ফিচারটির মাধ্যমে।

ফিচারটি মূলত চালু করা হবে হোয়াটসঅ্যাপ বেটা’র মাধ্যমে। আইওএস ব্যবহারকারীদের জন্য আসন্ন এই ফিচারটি এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে।

নতুন এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো সময় ভয়েস মেসেজ বন্ধ ও ডিলিট করতে পারবেন। এমনকি অন্যান্য সেকশনে গেলেও কাজ করবে এই ফিচার। ব্যবহারকারী যে অপশনেই থাকুক ভয়েস মেসেজ প্লেয়ার অপশনটি থাকবে উপরের দিকে। এর ফলে ব্যবহারকারীরা একটি ভয়েস মেসেজ থামিয়ে অন্যটিও শুনতে পারবেন।

এ বিষয়ে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু করা হবে হোয়াটসঅ্যাপ বেটা’র মাধ্যমে। এ ছাড়া এই ফিচারটি হোয়াটসঅ্যাপ বিজনেস বেটার মাধ্যমে চালু করা হবে আইওএস ব্যবহারকারীদের জন্য।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের