বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

১১ ঘণ্টা পর চালু হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:০০, ১৬ অক্টোবর ২০২১

আপডেট: ০২:২৫, ১৬ অক্টোবর ২০২১

Google News
১১ ঘণ্টা পর চালু হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা

ছবি: রেডিও টুডে

প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল সাড়ে চারটায় দেশব্যাপী মোবাইল ফোনের ইন্টারনেট সেবা চালু হয়েছে। রাজধানীসহ অন্যান্য জেলার মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করতে পারছেন বলে জানা গেছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল এহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ধীরে ধীরে কাজ চলছে, কিছুক্ষণের মধ্যেই সারা দেশে মোবাইল ফোনের ইন্টারনেট আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরবে।

এর আগে আজ ভোর ৫টা থেকে সারা দেশে মোবাইল ফোনে থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ হয়ে যায়।

এই প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা এড়ানো যায়নি।”

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের