বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

ফেসবুকের নাম পরিবর্তনে টুইটারে হাস্যরস

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬, ২৯ অক্টোবর ২০২১

আপডেট: ০৭:৫০, ৩০ অক্টোবর ২০২১

Google News

দীর্ঘ জল্পনার অবসান। নাম বদলে গেল ফেসবুকের। বৃহস্পতিবার ফেসবুক সংস্থার বার্ষিক সম্মেলনে নতুন নাম ঘোষণা করলেন জাকারবার্গ।

এর মাধ্যমে বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান ফেসবুক ইনকরপোরেশনের নতুন নামকরণ হল ‘মেটা’।
তবে সামাজিক মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো অ্যাপগুলোর নামে কোনো পরিবর্তন আসছে না। মেটার অধীনেই পরিচালিত হবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপসগুলো।

হঠাৎ কেন নাম পরিবর্তন করলো এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি? এ নিয়ে রয়েছে ভিন্ন মত।

অনেকেই ভাবছেন বিদ্বেষমূলক কর্মকাণ্ডে উসকানিসহ ফেসবুকের বিরুদ্ধে সাবেক কর্মকর্তার নানা অভিযোগ ফাঁসের পর নাম পরিবর্তন করল ফেসবুক।

এদিকে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সামাজিক মাধ্যমের পাশাপাশি ভার্চুয়াল রিয়েলিটি মেটাভার্সে দখল নিতেই নতুন এই নামকরণ।

ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ জানিয়েছেন, নাম পরিবর্তনের পেছনে দুর্নাম ঘোচানোর কোনো চেষ্টা তাঁর নেই।

এদিকে এই নাম বদল নিয়ে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারও হাস্যরস করেছে। শুধু টুইটার নয় নেটিজেনরাও এই 'মেটা' নাম নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি।

ফেসবুকের নাম বদল হতে পারে, এ নিয়ে দীর্ঘ দিন ধরেই একটা আলোচনা চলছিল। কিন্তু কী নাম রাখা হবে তা নিয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেনি জাকারবার্গের সংস্থা। তবে নিজেদের ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজ করার কথা বলেছিলেন তিনি। তখন কিছুটা ইঙ্গিত পাওয়া গেলেও সেটা কেউ আঁচ করতে পারেননি। অবশেষে সে অনুযায়ী মেটা নামই রাখা হল ফেসবুকের।

১৭ বছর আগের হার্ভার্ড কলেজে নিজের নাম পেয়েছিল ফেসবুক। কলেজের ছাত্রদের দেওয়া ফেসবুক ডিরেক্টরিজ থেকেই হয় নামকরণ। সেই নাম এ বার বদলাল। আসলে ফেসবুক যে শুধু একটি নেটমাধ্যম সংস্থা নয়, তা বোঝাতেই এই নামবদল।

রেডিওটুডে নিউজ/জেএফ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের