বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

মহাকাশ ট্যুরিজমের উদ্বোধনী ফ্লাইটে বেজোসের সাথে উড়বে কিশোররা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫৩, ১৮ জুলাই ২০২১

আপডেট: ২০:৩৮, ১৮ জুলাই ২০২১

Google News
মহাকাশ ট্যুরিজমের উদ্বোধনী ফ্লাইটে বেজোসের সাথে উড়বে কিশোররা

একজন ১৮ বছর বয়সী পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী, যার বাবা বিনিয়োগ পরিচালন ফার্মের প্রধান। তিনি বিলিয়নেয়ার জেফ বেজোসের ব্লু অরিজিন সংস্থার উদ্বোধনী মহাকাশ পর্যটন বিমানের অংশ নিতে নিলামে ২৮ মিলিয়ন ডলার রেখেছিলেন। তিনি এমন একজনের জায়গা নিতে পারবেন।

অর্থাৎ মার্কিন ধনকুবের জেফ বেজোসের ব্লু অরিজিন সংস্থার উদ্বোধনী মহাকাশ পর্যটন বিমানে কাউকে একটি আসন কিনতে হলে তাকে গুনতে হবে ২৮ মিলিয়ন ডলার।

জেফ বেজোসের ব্লু অরিজিন সংস্থার উদ্বোধনী মহাকাশ পর্যটন বিমানের নকশা হচ্ছে ক্যাপসুল আকৃতির। যেখানে কোনো পাইলট থাকবে না। আর যাত্রীরা বা আরোহনকারীরাই হবে কেবিন ক্রু।

এই বিমান নির্মাতা প্রতিষ্ঠান বলছে যে, বেজোসের ব্লু অরিজিন সংস্থার উদ্বোধনী মহাকাশ পর্যটন বিমানের নিয়ন্ত্রণ করা হবে সম্পূর্ণ কম্পিউটার দ্বারা। সাধারণত বিমানবন্দরের রানওয়েতে যেমন বিমান নিরাপদ থাকে এই ক্যাপসুল মহাকাশ ট্যুরিজম বিমানটিও তার চেয়েও নিরাপদ হবে। 

সূত্র: রয়টার্স

রেডিওটুডে নিউজ/এসআই/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের