শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

টোকিও অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার দৌড়ে সেরা কামাচো-কুইন

রেডিও টুডে ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪, ২ আগস্ট ২০২১

আপডেট: ২১:৩৭, ২ আগস্ট ২০২১

Google News
টোকিও অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার দৌড়ে সেরা কামাচো-কুইন

টোকিওর অলিম্পিক স্টেডিয়ামে আজ সোমবার ১২ দশমিক ৩৭ সেকেন্ড সময় নিয়ে মেয়েদের ১০০ মিটার হার্ডলসে অলিম্পিক রেকর্ড গড়ে সেরা হয়েছেন কামাচো-কুইন। টোকিওর আসরে এই প্রথম পদক জিতল পুয়ের্তো রিকো।

এদিন বিশ্ব রেকর্ডধারী কেন্ড্রা হ্যারিসনকে দশমিক ১৫ সেকেন্ডের ব্যবধানে হারিয়ে  নিজ দেশ পুয়ের্তো রিকোকে এনে দিলেন অলিম্পিকের অ্যাথলেটিক্সে প্রথম সোনার স্বাদ।

পুয়ের্তো রিকোর ইতিহাসে দ্বিতীয় অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সোনা জিতলেন এই ২৪ বছর বয়সী কামাচো-কুইন। রিও দে জেনেইরোর ২০১৬ আসরে দেশটিকে প্রথম অলিম্পিক সোনা টেনিস ইভেন্ট থেকে এনে দিয়েছিলেন মনিকা পুইগ।


২০১৬ সালে লন্ডনের ডায়মন্ড লিগে ১২ দশমিক ২০ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়া হ্যারিসন টোকিওতে পেয়েছেন রুপা; সময় নিয়েছেন ১২ দশমিক ৫২ সেকেন্ড।

এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন মেগান ট্যাপার; ১২ দশমিক ৫৫ সেকেন্ড সময় নিয়েছেন জ্যামাইকার এই হার্ডলার।

রেডিওটুডে নিউজ/এমএম/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের