শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

সেরা দৌড়বিদ ইতালির জ্যাকবস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৫২, ২ আগস্ট ২০২১

Google News
সেরা দৌড়বিদ ইতালির জ্যাকবস

ল্যামন্ত জ্যাকবস

অলিম্পিক আসরের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট হলো ১০০ মিটার দৌড়। গত তিনটি অলিম্পিক গেমসে এই ইভেন্টে সেরা হওয়ার খেতাবটি উসাইন বোল্ট ছাড়া অন্য কেউ পাননি। 

তবে ২০১৭ সালে সব ধরনের আনুষ্ঠানিক ক্রীড়া থেকে অবসর নেন জ্যামাইকার এই বিশ্ব রেকর্ডধারী স্প্রিন্টার। তাই এবারে নতুন দ্রুততম মানব দেখল পুরো দুনিয়া।

ইতালির দৌড়বিদ লামন্ত মার্সেল জ্যাকবস এবারের টোকিও অলিম্পিকের দ্রুততম মানব। তিনি নিজ দেশ ইতালির প্রথম। 

টোকিও অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে স্বর্ণ জিতলেন তিনি। ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক পেয়েছেন তিনি। ৯.৮৪ সেকেন্ড নিয়ে রৌপ্য গেছে যুক্তরাষ্ট্রের ফ্রেড কেরলির হাতে। রিও অলিম্পিকের মতো এবারও ব্রোঞ্জ পেয়েছেন কানাডার আন্দ্রে ডি গ্রাসে, ৯.৮৯ সেকেন্ড টাইমিংয়ে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের