মঙ্গলবার,

২৩ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার,

২৩ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

Radio Today News

ফুটসাল লীগে খেলতে মালদ্বীপ গেলেন সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০২২

Google News
ফুটসাল লীগে খেলতে মালদ্বীপ গেলেন সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন

সাবিনা খাতুন

বাংলাদেশের নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন মালদ্বীপের লিগে খেলতে আজ সকালে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার সঙ্গে আরেক ফুটবলার সুমাইয়া রয়েছেন। 

সাবিনা খাতুন মালদ্বীপের লিগে এর আগেও কয়েক বার খেলেছেন। তবে এবারের যাত্রাটা একটু ভিন্ন। তিনি এবার দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে যাচ্ছেন। 
সাবিনা মালদ্বীপে নারী ফুটসাল লিগে খেলবেন। প্রায় এক মাসের টুর্নামেন্ট এটি।মালদ্বীপের আর্মি দলে খেলবেন সাবিনা। 

সাফ চ্যাম্পিয়ন হয়ে সাবিবারা দেশে ফিরেছিলেন ২১ সেপ্টেম্বর। এরপর এক সপ্তাহ সংবর্ধনা গ্রহণ করেছেন বিভিন্ন জায়গা থেকে। গত ২৮ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের নারী ফুটবলাররা ছুটিতে আছেন। মারিয়ারা বাড়িতে গেলেও সাবিনা বাইরে লিগ খেলতে গিয়েছেন।

এদিকে খেলোয়াড়েরা ছুটি পেলেও বিশ্রাম নেই কোচ ছোটন-লিটুদের। তারা অ-১৫ দলকে অনুশীলন করিয়ে যাচ্ছেন সাফের আসন্ন আসর সামনে রেখে। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের