শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

হালান্ড-ফোডেনের হ্যাটট্রিকে ম্যান ইউকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:১২, ৩ অক্টোবর ২০২২

Google News
হালান্ড-ফোডেনের হ্যাটট্রিকে ম্যান ইউকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার ইউনাইটেডকে ৬-৩ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার ডার্বিতে ঐতিহ্যবাহী ক্লাব ম্যান ইউনাইটেডকে পাত্তাই দেয়নি ম্যানচেস্টার সিটি। একের পর এক গোল করে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে পেপ গার্দিওলার দল। ফিল ফোডেন ও আর্লিং হালান্ডের হ্যাটট্রিকে ইউনাইটেডের জালে ছয়টি গোল দিয়েছে সিটিজেনরা।

ইউনাইটেডও দিয়েছে তিন গোল। তাতে ম্যাচের ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশ সময় রোববার সন্ধ্যায় ম্যান সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৬-৩ গোলে জিতেছে স্বাগতিকরা। ম্যানচেস্টার ডার্বির ১৮৭ ম্যাচের ইতিহাসে এতো গোল হয়নি আর কোনো ম্যাচে।

এ নিয়ে টানা আটটি হোম ম্যাচে তিনের বেশি গোল করেছে ম্যান সিটি। ইউনাইটেডের জালে এ নিয়ে তৃতীয়বার ছয় গোল দিলো সিটিজেনরা। তবে প্রথমবার ঘরের মাঠে এ কৃতিত্ব দেখালো হালান্ডের দল। আগের দুবারই (১৯২৬ সালে ৬-১ ও ২০১১ সালে ৬-১) ইউনাইটেডের মাঠে ছয় গোল দেওয়ার নজির গড়েছিল তারা।

প্রিমিয়ার লিগে এ নিয়ে ম্যান সিটির বিপক্ষে ১৮ ম্যাচ হারলো ইউনাইটেড। এছাড়া ইউনাইটেডকে প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে হারিয়েছে ম্যান সিটি।

টানা চার হারের পর লিগে আবার টানা চার জয়ের সুখস্মৃতি নিয়ে ম্যান সিটির মুখোমুখি হয়েছিল ইউনাইটেড। কিন্তু তাদের ধরাশায়ী করেই মাঠ ছেড়েছেন ফিল ফোডেন, আর্লিং হালান্ডরা। পুরো ম্যাচে গোলের জন্য ২২টি শট করেছে সিটি। যার মধ্যে লক্ষ্যে ছিল দশটি আর গোল হয়েছে ছয়টি।

ম্যাচের প্রথম হাফেই চার গোল করে ইউনাইটেডকে কোণঠাসা করে ফেলে ম্যান সিটি। মাত্র অষ্টম মিনিটে দলকে এগিয়ে দেন সিটিজেনদের স্টারবয় ফোডেন। পরের গোলের জন্য অবশ্য অপেক্ষা করতে হয় ৩৪ মিনিট পর্যন্ত। এবার স্কোরশিটে নাম তোলেন গোলমেশিন পরিচিত পাওয়া হালান্ড।

এর তিন মিনিটের মধ্যেই আবার ইউনাইটেডের জাল কাঁপান এ নরওয়েজিয়ান তরুণ। বিরতির আগে আরও একবার গোলের তালিকায় নাম তোলেন ফোডেন। দুই তরুণের জোড়া গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটিজেনরা।

দ্বিতীয়ার্ধে ফিরে ৫৬ মিনিটে অ্যান্টনির গোলে ব্যবধান কমায় ম্যান ইউ। তবে ৬৪ মিনিটে আবার গোল করে নিজের হ্যাটট্রিক তুলে নেয় হালান্ড। এ মৌসুমে এটি তার তৃতীয় হ্যাটট্রিক। এর মিনিট দশেক পর ম্যাচের দ্বিতীয় হ্যাটট্রিক করেন ফোডেনও।

ম্যাচের ৭৫ মিনিটের মধ্যেই ৬-১ গোলে এগিয়ে যাওয়ায় একসঙ্গে পাঁচ খেলোয়াড়কে পরিবর্তন করেন পেপ গার্দিওলা। এরপর আরও দুই গোল করে পরাজয়ের ব্যবধান কমায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ৮৪ তম মিনিটে দ্বিতীয় ও অতিরিক্ত যোগ করা সময়ের ১ম মিনিটে আরেকটি গোল করেন অ্যান্থনি মার্শিয়াল।

এ ইতিহাসগড়া জয়ের পরেও অবশ্য টেবিলের শীর্ষে উঠতে পারেনি ম্যানচেস্টার সিটি। আট ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান তাদের। সমান ম্যাচে ২১ পয়েন্ট পাওয়া আর্সেনাল সবার ওপরে। এদিকে সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ইউনাইটেড ছয় নম্বরে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের