বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার হিগুয়েইন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৬, ৪ অক্টোবর ২০২২

Google News
অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার হিগুয়েইন

সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন ঘোষণা দিয়েছেন, এই ২০২২ মৌসুম শেষে খেলা থেকে অবসর নেবেন। তিনি এখন ইন্টার মিয়ামির হয়ে খেলছেন। মিয়ামির হয়ে ১৪ মাচে ১২ গোল করেছেন। আর পুরো মৌসুমে ২৬টি গোল এবং ১৪টি অ্যাসিস্ট করেছেন। ফ্রান্সে জন্মগ্রহণকারী হিগুয়েইন ২০০৫ সালে আর্জেন্টিনার দল রিভার প্লেটের হয়ে পেশাদার ফুটবল খেলা শুরু করেন। ২০০৭ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন। স্প্যানিশ জায়ান্টের হয়ে ২৬৪ ম্যাচে ১২১টি গোল এবং ৫৬টি অ্যাসিস্ট করেন।

২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত নাপোলিতে ছিলেন। পরে জুভেন্টাসে যোগ দেন ২০১৬ সালে। সেই দলে ২০১৮ সাল পর্যন্ত ছিলেন। তুরিনে অনেক সাফল্য পাওয়ার পর হিগুয়েইন ২০১৮-১৯ মৌসুম এসি মিলানে ধারে খেলেছেন। ১৫ ম্যাচে ৬ গোল করেন। এরপর তিনি ২০১৯ সালে ছয় মাসের জন্য ধারে চেলসিতে যোগ দেন। ১৪ ম্যাচে পাঁচ গোল করেন।

সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার তার দেশের হয়ে ৭৫টি ম্যাচে ৩১ গোল করেন। যা লা আলবিসেলেস্তের ইতিহাসে যে কোনো খেলোয়াড়ের মধ্যে পঞ্চম-সবচেয়ে বেশি। ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়া আর্জেন্টিনা দলে তিনি ছিলেন। ক্লাব ক্যারিয়ারে হিগুয়েইন তিনটি লা লিগা শিরোপা, তিনটি সেরি ‘এ’ শিরোপা, একটি উয়েফা ইউরোপা লিগ শিরোপা, একটি কোপা দেল রে শিরোপা এবং তিনটি কোপা ইতালিয়া শিরোপা জিতেছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের